বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (৯/১১ ধারা) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ আনিস (২১) কে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। গ্রেফতার আনিস ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নচ্ছ বাপের বাড়ির মোস্তাক আহমদের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবিরের নির্দেশে এএসআই আবদুল খালেকের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (৩০ জুলাই) সন্ধা ৬টার দিকে ছনুয়া ইউনিয়নের আমির হামজার টেক এলাকা থেকে আনিসকে গ্রেফতার করে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবির বলেন, ‘ধৃত আসামি আনিসকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

উল্লেখ্য, আনিসের বিরুদ্ধে ছনুয়া আমির হামজার টেক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া, নকল স্বর্ণ ব্যবসা সহ নানান অভিযোগ রয়েছে। আনিসের পুরো পরিবার নকল স্বর্ণ ব্যবসার সাথে জড়িত। সে নকল স্বর্ণ ব্যবসায়ী আহমদ কবির প্রকাশ সোনা মানিকের ভাতিজা।