সাইদুল ইসলাম ফরহাদ :

আজ শুক্রবার দুপুরে আশ্রয় কেন্দ্রে মানুষের মাঝে ২য় দিনের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের খাবার বিতরণ করেছেন ইউপি সদস্য আব্দুল বাসেত।

ভারী বর্ষনে -জলোচ্ছ্বাস আর করোনা সংকটে দিশেহারা হয়ে পড়েছেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৩নং উনছিপ্রাং, রইক্যং, কুতুবদিয়া পাড়ার ৪০-৫০টি পরিবারের গতকাল থেকে তাদের রান্না করা খাবার বিতরণ করছেন তিনি।

এছাড়া করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষ অভাব-অনটনে রয়েছে এবং চরম দুরাবস্থার মধ্যে রয়েছেন মানুষ। তাদের প্রতিনিয়ত তাদের খবর রাখছেন।

ইতোমধ্যে পানি কমতে শুরু করায় রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তার সঙ্গে নির্ঘুম রাত কাটছে সি পি পি উছছিপ্রাং ১১ইউনিটের সদস্যরা।

উনছিপ্রাং সি পি পির১১নং ইউনিটের টিম লিডার আবদুল্লাহ আল জাহেদ লিটন বলেন,  মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার গুলো দিয়েছিল সেটি নির্দেশ অনুযায়ী তাদের খাবার বিতরন করা হচ্ছে।

পাশাপাশি তাদের সহযোগিতা করেন একলাব সস্থার তথ্য কেন্দ্রের আই এস পি মো মুফিজুর রহমন, সাজ্জাদ কবির, রাশেদ এভাবে পরম মমতায় মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে ভোররাত থেকে ছুটে যাচ্ছেন ইউপি সদস্য আব্দুল বাসেত ও সি পি পির সদস্যরা।