সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলায় বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকেলে ঈদগাঁও স্টেশনে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে এসব উপহার তুলে দেয়া হয়।
দলের পক্ষে উপহারগুলো তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সেলিম মোরশেদ ফরাজী, সাইফুল ইসলাম, তারেক আজিজ, শ্রমিকলীগ নেতা ছোটন রাজা, ছাত্রলীগ নেতা আবু হেনা বিশাদসহ ৫ ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া নদী ভাংগন এলাকা পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে এলাকার সমস্যাগুলো সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে নবগঠিত ঈদগাঁও উপজেলা বাস্তবায়নের অন্যতম প্রধান উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিমের বাসায় গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র মুজিবুর রহমান।