জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুসহ কয়েকটি গ্রাম প্রবল বৃষ্টিতে গৃহহীন ও পানিবন্দী হয়ে পড়ে। এতে অন্তত ৩০০ পরিবারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসব পরিবারে খাদ্য সহায়তা সামগ্রী চাল, ডাল ইত্যাদি প্রদান করেছেন থানার ওসি মো. আলমগীর হোসেন।

বৃহস্পতিবার (২৯জুলাই) দুপুরে ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রায় ৭০ পরিবারকে এসব সহায়তা প্রদান করা হয়।

এসময় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) দেলোয়ার হোসেন, ঘুমধুম ইউপিচেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ, এসআই আল আমিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ২৭ জুলাই থেকে টানা বর্ষণে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সহ বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়।এতে প্রায় ৩০০ পরিবার পানিবন্দীতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।