মোহাম্মদ বেলাল উদ্দিন:
চট্টগ্রামের বাঁশখালীতে সাগরে স্রোতে ভেসে গিয়ে নেজাম উদ্দিন নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ নেজাম উদ্দিন (১৯) বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সর্দার পাড়া এলাকার তাহের মিয়ার একমাত্র ছেলে।

বুধবার (২৮ জুলাই) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ছনুয়া মনুমিয়াজী জেটিঘাটের দক্ষিণে কুতুবদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে।

তখন নেজাম উদ্দিনের মাছ ধরার নৌকাটি সাগরে পানির স্রোতে ভেসে যাচ্ছিল। নেজাম ঝাঁপিয়ে পড়েন নৌকা রক্ষা করার জন্য। এসময় তিনি সাগরে তলিয়ে যান।

নিখোঁজ নেজাম উদ্দিনের জেঠাতো ভাই জমির বিন হাসান বলেন, ‘যখন ভাটা হচ্ছিল, তখন নৌকাটি পানিতে ভেসে যাওয়ার সময় ঝাঁপ দিয়ে সাঁতরে নৌকার পিছু নেন নেজাম। তখন সে স্রোতে তলিয়ে যায়।’

‘বর্তমানে চারটি ফিশিং বোট নিয়ে কুতুবদিয়া চ্যানেলে তাকে খোঁজা হচ্ছে। এছাড়াও তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড যৌথ তল্লাশি চালিয়ে যাচ্ছে। আমরা সাগরপাড়ে অবস্থান করছি এখন।’

এদিকে বুধবার ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নেজামকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছর নেজামের চাচাতো ভাই আবদু শুক্কুর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। তাকে আর পাওয়া যায়নি।