ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় বিশেষ অভিযানে ছালেহা বেগম নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ছালেহা বেগম ওই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, ছালেহা বেগম একটি সি.আর মামলায় (সি.আর ১৯০/২০২০) দীর্ঘদিন পলাতক ছিলেন।
আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।