মোস্তফা কামাল:
চিংড়ি মাছ নিয়ে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মনজুর আলম (৫২) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জুলাই) দুপুরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়কের পটিয়ার শান্তির হাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনজুর আলম ডুলাহাজারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ডুমখালী গ্রামের বাসিন্দা হাজী মোঃ কালু মিয়ার ছেলে ও মালুমঘাট বাজারস্থ আমিন ফিশিং নামক প্রতিষ্ঠানের একজন সফল চিংড়ি মাছ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, এদিন সকালে মনজুর আলম অন্য এক ব্যবসায়ীসহ মালুমঘাট তাদের ফিশারী থেকে চিংড়ি মাছ বোঝাই করে বিক্রির জন্য একটি পিকআপ গাড়ি যোগে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। পথিমধ্যে পটিয়ার শান্তির হাট নামক এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পিকআপটি খাদে পড়ে যায়। এসময় গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে সামনের সীটে থাকা মনজুর আলম সারাশরীরে মারাত্মক জখম হয়ে গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তিনি মারা যায়। সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুর বিষয়টি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আমিন নিশ্চিত করেছেন।