মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট মুহাম্মদ বাকের করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম শহরের পার্কভিউ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম টিপু সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা জ্যেষ্ঠ, স্বজ্জন আইনজীবী এডভোকেট মুহাম্মদ বাকের’র সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর অসীম রহমত ও সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।