শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

কুতুবদিয়ায় সিআর মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, সিআর-২১৫/২০ আনোয়ার হোসেন, পিতা- প্রঃ গুনু গ্রামঃ পরান সিকদারপাড়া
,কৈয়ারবিল। অন্যজন হলেন, সিআর-১৯০/২০ হাছিনা বেগম স্বামী মৃত আবদুল মালেক গ্রামঃ অমজাখালী ওয়ার্ড নং (চার) বড়ঘোপ।

রবিবার (২৫ জুলাই) পুলিশ সুপার এর নির্দেশনায় এসআই (নিঃ) রায়হান উদ্দিন ও এএসআই(নিঃ) আমার উল্লার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার সূত্রে জানা যায়।