নিজস্ব প্রতিবেদক:
রামুতে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের জায়গা দখল করে ভরাটের দায়ে দুইজনকে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।
দন্ডিতরা হলেন, স্থানীয় মনছুর ও জাহেদ। এর মধ্যে মনছুরকে সাত দিনের কানাদন্ড এবং জাহেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে ২৫ জুলাই দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালান।
অভিযানে মাটি ভরাটের সরঞ্জামও জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানিয়েছেন রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সামনের জলাশয়ের খোলা জায়গা বালি দিয়ে ভরাট করে দখল করার চেষ্টা করছে একটি চক্র। স্থানীয় শাহজাহান কোম্পানিসহ আরো দু’তিনজন ব্যক্তি এর সাথে জড়িত। তারা রাতের আঁধারে বালি ভরাট করার খবর পেয়ে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি জমিটি দখল করে সেখানে দোকানঘর নির্মাণ করার চেষ্টা করছে শাহজাহান কোম্পানিসহ চক্রটি। কিন্তু তা কখনো করতে দেয়া হবে না। কোনোভাবেই কাউকে সরকারি জমি দখল করতে দেয়া হবে না। শাহজাহান কোম্পানিকে সতর্ক করে দেয়া হয়েছে।