রামু সংবাদদাতা:
ক্যাম্প ছেড়ে বিভিন্ন জায়গায় পালানোর সময় রামু থেকে আব্দুল মালেক নামক দালালসহ ২০ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) রাত ৮ টার দিকে রামু জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেকপোস্টে তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম এ খবর জানিয়েছেন।

তিনি জানান, চলমান লকডাউনে জোয়ারিয়ানালা ইউনিয়ন কর্তৃক চেকপোস্ট বসানো হয় পরিষদের সামনে। এসময় কয়েকটি সিএনজিযোগে রামু বাইপাস থেকে কিছু লোক জোয়ারিয়ানালা ইউনিয়নের সামনে আসলে তাদের পরিচয় জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন। তারা উখিয়ার কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে বাসিন্দা এবং শনিবার সকালে ক্যাম্প থেকে বের হয় বলে জানান। একাধিক গাড়ি পরিবর্তন করে তারা বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে বের হয়েছে বলে জানিয়েছে। রোহিঙ্গাদের ধরার বিষয়ে রামু থানা পুলিশ ও উপজেলা নির্বাহীকে অবগত করা হয়েছে।

এরমধ্যে ৮জন শিশু, ১১ জন প্রাপ্ত বয়স্ক ও একজন দালাল রয়েছে। দালাল আব্দুল মালেক ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।