মোঃ নাজিম উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
সাতকানিয়ায় প্রত্যয় একতা সংঘের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে।
(আজ ২৩ জুলাই) শুক্রবার এ কর্মসূচী পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা মুক্তিযোদ্ধা এম. ফজল কমির সড়কের উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬নং ওয়ার্ড ম্যাইঙ্গাপাড়া নুরানী মাদ্রাসা এলাকা ও ধর্মপুর ইউনিয়নের আলমগীর অংশে প্রায় ১ কিলোমিটার সড়কের দু’পাশে বনজ গাছ লাগিয়ে এ বৃক্ষরোপন কর্মসূচী পালন করে। প্রত্যয় একতা সংঘ নিজেদের খরচে দিনভর অক্লান্ত পরিশ্রম করে সড়কের দু’পাশে প্রায় ৩শ’ বনজ গাছের চারা রোপন করে সংগঠনের সদস্যরা।
প্রত্যয় একতা সংঘের সভাপতি ওবাইদুল আকাইদ জানান, সড়কের দু’পাশে বৃক্ষরোপনের কারনে একদিকে যেমন সড়কের ভাঙ্গন রোধ হবে তেমনি রক্ষা হবে পরিবেশ। নিজেদের উদ্যোগে নিজ এলাকা সবুজায়ন হলে ক্রমান্বয়ে পুরো দেশ সবুজায়ন হবে। এ চিন্তা ভাবনা থেকে এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছি। প্রত্যয় একতা সংঘের বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন সাতকানিযা প্রেস ক্লাব সাধারন সম্পাদক মো. জাহেদ হোসাইন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ওবাইদুল আকাইদ, সহসভাপতি জহির উদ্দিন, মো. সিফাত, সাধারন সম্পাদক দিল মোহাম্মদ দিলু, অর্থ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, সদস্য রিমান হোসেন, তানভীর হোসেন, মাইনুদ্দিন, বাচা মিয়া, মো. তারেক, মো. শাহেদ, সরোয়ার, শিহাব, মিশকাত, মো. সাকিব, আবির হোসেন, মো. আউয়াল, রেপন, ইমাম হোসেন, মো. তানজির, মো. তামিম রিদুয়ান, নাইম উদ্দিন, মো. আবদুল্লাহ, মো. ফরহাদ হোসেন, মো. বেলাল, ইমাম হোসেন, মো. হাবিব, মো. সিয়াম, রিমান, সজিব আহমদ, আবদুর রহিম, আবদুল করিম ও তৌহিদুল ইসলাম প্রমুখ।