আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গুচ্ছগ্রামের কর্মহীন ২২০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের পক্ষে এসব ত্রাণ বিতরণ করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার। এ সময় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী উপস্থিত ছিলেন। ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল,ডাল,তেল,চিনি,পেঁয়াজ,লবণ ও আটা।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,করোনা মহামারি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউনে হতদরিদ্র পরিবারের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক মহোদয় আনোয়ারা থানায় ত্রাণসামগ্রী পাঠিয়েছেন। এসব ত্রাণ উপজেলার বটতলী গুচ্ছগ্রামের কর্মহীন ২২০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।