আমান উল্লাহ , পবিত্র মক্কা থেকে:
মসজিদে হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আব্দুল আজিজ বালিলা হাফিযাহুল্লাহ এক বিরল ইতিহাস সৃষ্টি করলেন।
এক সপ্তাহে তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে ও বছরের শ্রেষ্ঠতম সময়ে তিন তিনটি খুতবা দিতে যাচ্ছেন।
সোমবার দিলেন আরাফাতের মসজিদে হজের খুতবা, পরদিন মসজিদে হারামে ঈদের খুতবা আর আজ মসজিদে হারামে দেবেন জুমার খুতবা।
আল্লাহ শায়খকে ইহ-পরকালে আরও সম্মানিত করুন এবং তাঁর মাধ্যমে উপকৃত করুন এটাই কামনা মুসলিম উম্মাহর।