সিবিএন ডেস্ক:
দেশে করোনার সংক্রমণ রোধে জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০টি টিকা আনছে সরকার।

শনিবার (২৪ জুলাই) এ টিকা আসবে বলে জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, টিকার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় পর্যায়ক্রমে একই প্রক্রিয়ায় দেশে আরও টিকা আসতে থাকবে।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে স্বাস্থ্য অধিধপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, যাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে তাদেরকে এই টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হবে।

গেলো ৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, জাপানের কাছ থেকে ২৫ লাখ টিকা পাওয়া যাবে বলে আশা করছি। কয়েকদিন আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টিকা নিয়ে আমার কথা হয়েছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে আমরা এ টিকা চেয়েছি।