সংবাদ বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার সদরের ঈদগাঁও থানা প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত এক বিবৃতিতে তারা বলেন, মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম (আঃ) প্রবর্তিত কোরবানী আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের মধ্যে ফিরে এসেছে ঈদুল আজহা।ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা সকলের জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও সমৃদ্ধি।

বিবৃতিদাতারা হলেন- ঈদগাঁও থানা প্রেসক্লাব সভাপতি এসএম তারেক (দৈনিক কক্সবাজার/ পূর্বকোন), সহ-সভাপতি মাষ্টার গিয়াস উদ্দীন ( দৈনিক সমুদ্র কন্ঠ), সহ সভাপতি নূরুল আমিন হেলালী (দৈনিক কক্সবাজার ৭১), সাধারন সম্পাদক মিজানুর রহমান আজাদ (দৈনিক সৈকত), সহ সাধারণ সম্পাদক আজাদ মনছুর (বাংলাদেশ বেতার), সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দীন (দৈনিক আজকের দেশবিদেশ/ সি প্লাস টিভি), অর্থ সম্পাদক এইচএন আলম (দৈনিক হিমছড়ি), তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান মানিক (দৈনিক আমাদের কক্সবাজার / নিউজ এক্সপ্রেস বিডি), নির্বাহী সদস্য কাফি আনোয়ার (দৈনিক বাঁকখালী), নাছির উদ্দীন আল নোমান (দৈনিক আজকের কক্সবাজার), আনোয়ার হোছাইন দৈনিক সাগর দেশ/ সাঙ্গু) ও বিআর হাশেমী বদরু (দৈনিক আমাদের কক্সবাজার) প্রমুখ।