সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরীদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা আওয়ামী লীগ ও পৌরসভা।
সোমবার আলাদাভাবে প্রায় চার হাজার মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন মেয়র মুজিবুর রহমান। তিনি বলেন, “কক্সবাজারের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা আছে বলেই আজ একজন মানুষও না খেয়ে নেই। প্রতিনিধি হিসেবে আমাদের মাধ্যমে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন সরকার প্রধান। তাই বঙ্গবন্ধু কন্যার এমন উদারতা বিশ্বে খুবই বিরল।” এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া কামনা করেন মেয়র মুজিব।
কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, সহ-সভাপতি শাহ আলম রাজা, রেজাউল করিম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, এটিএম জিয়াউদ্দিন জিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এমএ মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা কৃষকলীগ নেতা আতিক উদ্দিন চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজ, সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, জেলা মৎস্যজীবী লীগ নেতা আজিজুর রহমান, জেলা তাঁতী লীগ নেতা হারুনুর রশিদ, জেলা ওলামা লীগ নেতা নুরুল আলম সরকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে কক্সবাজার পৌরসভার উদ্যোগে পৌর-প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১২শ’ নিম্ন আয় ও কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন মেয়র মুজিবুর রহমান।