সিবিএন :

আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য ঈদুল আযহার ঈদ জামাত প্রস্তুতি কমিটির সভা জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার উপ-পরিচালক  ফাহমিদা বেগম এর সঞ্চালনায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.টি.এম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আজ ১৯ জুলাই সোমবার অনুষ্ঠিত হয়েছে।

সভায় চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদ জামাত আয়োজন এবং পৌরসভা/ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবেহসহ বর্জ্য অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একইভাবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ১ম জামাত এবং ৮.৩০ টায় ২য় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বদর মোকাম জামে মসজিদে সকাল ৮.৩০, উত্তর টেকপাড়া বায়তুশ শরফ জামে মসজিদ ও ওয়াপদা মসজিদে ৮.১৫ টায় এবং পেশকার পাড়া মসজিদ মাঝের ঘাট মসজিদ, লালদিঘী মসজিদ ও বায়তুর রহমান মসজিদে সকাল ৮.০০টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

 

সভায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি কক্সবাজার জেলার সভাপতি  আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী, জেলা ঈদ জামাত কমিটির সকল সদস্যসহ জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদের ইমাম খতিবগণ উপস্থিত ছিলেন।