নিজস্ব প্রতিবেদক:

উখিয়া উপজেলার থাইংখালী হাকিম পাড়ায় ৭ বছরের শিশু কে বলাৎকারের অভিযোগে কামাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৩০ জুন রবিবার সকালে হাকিম পাড়া এলাকায় ইপসা স্কুলের ভেতর এ ঘটনা ঘটেছে বলে জানান, বলাৎকার হওয়া শিশুর মা৷

গ্রেপ্তারকৃত আসামী মোঃ কামাল হোসেন (৪০) হাকিম পাড়া এলাকার মৃত মকবুল আহমদ এর ছেলে৷

রবিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে হাকিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশ।

 

শিশুর  মা জানান, আমি সন্তানদের কে নিয়ে অনেক কষ্ট করে সংসার চালাইয়ে আসছি৷ আমি পরের ঘরে কাজ করে সংসার চালাই, প্রতিদিনের মত সকালে পরের ঘরে কাজ করতে গেলে আমার ছেলেকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে হাকিম পাড়া ইপসা স্কুল এর ভেতর হাত পা বেঁধে বলাৎকার করেন কামাল হোসেন৷

শিশুটির মা  আরো জানান, আমার বড় মেয়ে খবর পেয়ে স্কুল এর ভেতর থেকে শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঘরে নিয়ে আসে৷ রক্তাক্ত অবস্থায় আমি আমার শিশু ছেলে কে ৫নং ওয়ার্ডের চকিদারের বাসায় নিয়ে গেলে চকিদার না থাকায়, চকিদারের স্ত্রী আমাকে বললেন বিচার পরে হবে আগে বাচ্চা কে হাসপাতালে নিয়ে যান৷ তাৎক্ষণিক বাচ্চা কে থাইংখালী ষ্টেশনের ডাঃ আব্বাসের দোকানে নিয়ে গেলে ডাঃ বাচ্চার অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য উখিয়া হাসপাতালে প্রেরণ করেন৷ পরে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন ডাক্তার।

এ বিষয়ে হাকিম পাড়া ৫নং ওয়ার্ডের মেম্বার নুরুল আমিন জানান, ঘটে যাওয়া বলাৎকারের বিষয়টি সত্য, শিশুর মা বিচার নিয়ে আমার কাছে এসেছিল, বিষয়টি জটিল হওয়ায় প্রশাসনের কাছে যাওয়ার জন্য আমি এবং স্থানীয় চেয়ারম্যান পরামর্শ দিয়েছিলাম, পরে কতটুকু হয়েছে আমরা জানিনা৷

উখিয়া থানার ডিউটি অফিসার জানান, কোর্টের আদেশের ভিত্তিতে থাইংখালী থেকে আমরা  বলাৎকারের ঘটনায় পলাতক আসামী গ্রেপ্তার করেছি।