ইমাম খাইর, সিবিএন:
উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে অবৈধভাবে পাচারকালে ডাম্পার গাড়িসহ কালোবাজারির চাল, তৈল এবং ডালের বস্তা জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে ডি-৩ চেকপোস্টে অভিযান চালানো হয়।

এ সময় মোঃ ওমর সিদ্দিক (১৮) নামের গাড়ির হেলপারকে আটক করা হয়েছে।

সে ব্লক-এফ/১,ক্যাম্প-৫ এর মোঃ ইয়াছিনের ছেলে।

রোববার (১৮ জুলাই) বেলা ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি মো. নাঈমুল হক।

তিনি জানান, ডি-৩ চেকপোষ্টে কর্ত্যরত এপিবিএন সদস্যরা মালামালবাহী একটি ডাম্পার গাড়ির কাগজপত্র চেক করার জন্য গাড়ি থামাতে বললে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা হেলপারকে আটক করা হয়। পরবর্তীতে ৫০ কেজি ওজনের ৬৪ বস্তা চাউল সর্বমোট (৫০×৬৪)=৩,২০০ কেজি, এক লিটার ওজনের ৪০ টি করে ৩২ বস্তা তৈল সর্বমোট (৪০×৩২) =১,২৮০ লিটার এবং ৪০ কেজি ওজনের ১ বস্তা ডাউল (৪০×১)=৪০ কেজি ডাউল জব্দ করা হয়।

আটককৃত হেলপার মোঃ ওমর সিদ্দিককে মালামাল সম্পর্কে জিজ্ঞাসা করলে কোন সদুত্তোর দিতে পারেন নি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসপি মো. নাঈমুল হক।