সিবিএন ডেস্ক:
আগের ম্যাচে পেয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতেও উইকেটের খাতা খুললেন সাকিব আল হাসান। রেগিস চাকাভাকে ফিরিয়ে পেয়েছেন দ্বিতীয় ম্যাচের প্রথম উইকেট।

দ্রুত ২ উইকেট হারানোর পর চাকাভা ও ব্রেন্ডন টেলর জুটি দাঁড়িয়ে যাচ্ছিল। চাপ কাটিয়ে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়ালেন সাকিব। প্রয়োজনের সময় দরকারি ব্রেক থ্রু এনে দিলেন বাঁহাতি স্পিনার। চাকাভাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন তিনি। যাওয়ার আগে জিম্বাবুইয়েন উইকেটকিপার ৩২ বলে ২ বাউন্ডারিতে করেন ২৬ রান।

চাকাভার বিদায়ে জিম্বাবুয়ে হারায় তৃতীয় উইকেট। ২১ ওভারে তাদের স্কোর ছিল ৩ উইকেটে ৯৪ রান।

বেল ওড়ালেন মিরাজ:
চলছে বাংলাদেশের উইকেট উৎসব। তাসকিন আহমেদ নিজের প্রথম ওভারেই পেয়েছেন উইকেট। মেহেদী হাসান মিরাজও তাই। বেল উড়িয়ে উইকেট উদযাপন করলেন এই স্পিনার। তাতে বাংলাদেশ পায় দ্বিতীয় উইকেট।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ। শুরুতেই স্বাগতিকদের দুই ওপেনারকে ফিরিয়েছে। তাদিওয়ানাশে মারুমানিকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠিয়েছেন মিরাজ। তার প্রথম ওভারের পঞ্চম বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে ধরাশয়ী জিম্বাবুইয়েন ওপেনার। ওটা আবার ছিল মিরাজের বিপক্ষে তার মুখোমুখি প্রথম বল।

ফেরার আগে মারুমানি ১৮ বলে করে যান ১৩ রান, ছিল ২ বাউন্ডারির মার। তার বিদায়ে দ্বিতীয় উইকেট হারানো জিম্বাবুয়ের স্কোর ১০ ওভারে ছিল ২ উইকেটে ৪৬ রান।

প্রথম ওভারেই তাসকিনের উইকেট:
উইকেট উদযাপনে শুরু হলো বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া জিম্বাবুয়ে শুরুতেই কুপোকাত। তাসকিনের বাইরের বল খেলতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনর হাতে ধরা পড়েন স্বাগতিক ওপেনার টিনাশে কামুনহুকামওয়ে। ফেরার আগে মাত্র ১ রান করেন তিনি।

শুরুতে বিপদে পড়া জিম্বাবুয়ে ৩ রানে হারায় প্রথম উইকেট। ৪ ওভারে স্বাগতিকদের স্কোর ছিল ১ উইকেটে ২১।

দেখে নিন বাংলাদেশের একাদশ:
বড় জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচের প্রথমটি জেতায় আজ (রবিবার) দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে লাল-সবুজ জার্সিধারীদের। প্রথম ম্যাচ দারুণ পারফরম্যান্সে জেতায় উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। তাই অপরিবর্তিত একাদশ নিয়ে হারারের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে তামিম ইকবালরা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম সরাসরি না বললেও তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না মোস্তাফিজুর রহমান। প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর বাঁহাতি পেসার দলের বাইরে। কেবলমাত্র মোস্তাফিজ ফিট হলেই একাদশে পরিবর্তন আসতে পারতো। যেহেতু তিনি সুস্থ হতে পারেননি, তাই একই দল নিয়ে সিরিজ জেতার অভিযানে নেমেছে বাংলাদেশ।

বলার অপেক্ষা রাখে না প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের লম্বা ব্যাটিং লাইনআপ। মোহাম্মদ সাইফউদ্দিন, মানে ৯ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান। টেস্ট ম্যাচে তাসকিন আহমেদ যে ব্যাটিং করেছেন, তাতে তাকেও ‘ব্যাটসম্যান’ কাউন্ট করলে ভুল হবে না!

বাংলাদেশে একাদশ একই থাকলে জিম্বাবুয়ের একাদশে দুটি পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন রায়ার্ন বার্ল ও টাইমাইসেন মারুমা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন সিকান্দার রাজা ও টিনাশে কামুনহুকামওয়ে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কামুনহুকামওয়ে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা (উইকেটকিপার), ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, লুক জংউই, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ:
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ (রবিবার) দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হবে লাল-সবুজ জার্সিধারীদের। হারারের সেই ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। টস জয়ী জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর ব্যাটিং বেছে নেওয়ায় শুরুতে ফিল্ডিং করতে হচ্ছে সফরকারীদের।

প্রথম ম্যাচেও টস হেরেছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তবে দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের হেসেছিল বাংলাদেশই। সে হিসেবে টস বড় কোনও ভূমিকা রাখার কথা নয়। আগের ম্যাচ যেহেতু জিতেছে, তাই উইনিং কম্বিনেশন ধর রেখে একই একাদশ নিয়ে মাঠে নেমেছে সফরকারীরা।