সিবিএন ডেস্ক: ১২ দিনের বিশ্ব চলচ্চিত্রের দৌরাত্ম্য শেষে বিজয়ের মুকুট পড়লো আয়োজক ফ্রান্সই। জুলিয়া দুকুরনোর ‘টাইটেন’ চলচ্চিত্রটি ৭৪তম কান উৎসবের সেরা পুরস্কার স্বর্ণ পাম বা পাম দ্য’র জিতে নিয়েছে।

এর ফলে কানের গত ২৮ বছর পর দ্বিতীয় নারী নির্মাতা হিসেবে জুলিয়া এ স্বাদ পেলেন।2021_07_16_115507_1626434283._largeজুলিয়া

বিশ্ব চলচ্চিত্রের তীর্থভূমি কানে (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সমাপনী আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়। তবে আসরের বিচারক প্রধান স্পাইক লি পুরস্কারের আগেই তথ্যটি বলে ফেলেছিলেন।জুলিয়া মাঝেটিমের সঙ্গে জুলিয়া মাঝে

অন্যদিকে, বিচারক প্যানেলে বাকি আট বিচারকের পাঁচজনই নারী। এজন্য ফ্রান্সের ক্যাথেরিন করসিনির ‘দ্য ডিভাইড’, মিয়া হানসেন-লাভের ‘বার্গম্যান আইল্যান্ড’ ও জুলিয়া দুকুরনোর ‘টাইটেন কিংবা হাঙ্গেরির ইলদিকো এনিয়েদির ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’ স্বর্ণ পাম জিততে পারে বলে আশা করা হচ্ছিল।

অবশেষে সেটাই হলো। কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে কেবল জেন ক্যাম্পিয়ন স্বর্ণ পাম জিতেছেন ১৯৯৩ সালে। দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতার ছবি স্বর্ণ পাম জিতে গেলো এবার।