ইমাম খাইর, সিবিএনঃ
উখিয়ার ওয়ালাপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৬০০ শিশুর মাঝে জুস, চকলেট, কেক, মাস্ক এবং খেলনা সামগ্রী বিতরণ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (১৭ জুলাই) বিকাল ৩টায় কর্মসূচিতে ১৪ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাইমুল হক, তার সহধর্মিণী মিসেস রেহানা ফেরদৌসী, দুই কন্যা এবং ব্যাটালিয়ানের সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় অধিনায়ক মোঃ নাইমুল হক বলেন, শিশুরা স্বর্গীয়। তাদের ভেতরকার মানবিক অনুভূতিগুলো প্রকাশ করার জন্য আমাদের এই আয়োজন।
তিনি বলেন, নিষ্পাপ শিশুদের সাথে কিছুটা সময় কাটাতে পেরে আমার পরিবার ও ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা অত্যন্ত আনন্দিত।
বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এরকম অনেক মানবিক কাজ করে থাকে। এটাও তারই একটা অংশ।
৬০০ রোহিঙ্গা শিশুর মাঝে চকলেট ও খেলনা সামগ্রী বিতরণ করলো এপিবিএন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
