আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছ।

শনিবার ( ১৭ জুলাই) দুপুরে মহাজন বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে নগদ টাকা বিতরণ করেন লোহাগাড়া উপজেলা আওয়ামীগের সহ সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক ভাই- চেয়ারম্যান শ্রী নিবাস দাশ সাগর।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল জাব্বার, সাবেক ইউপি সদস্য খোকন কান্তি দাশ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংসঠনিক সম্পাদক গৌতম দাশ, লোহাগাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা প্রশান্ত দাশ প্রমুখ।

জনতে চাইলে শ্রী নিবাস দাশ সাগর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ও চট্টগ্রাম -১৫ আসনের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপির পক্ষে আমার ও সহধর্মিণী ডা.শিল্পী দাশ ব্যক্তিগত অর্থায়নে আমার এলাকার করোনায় অসহায় প্রতিবন্ধীদের নগদ সহয়তা প্রদান করা হয়েছে। এটি চলমান থাকবে।