জাহাঙ্গীর আলম, টেকনাফ:
কক্সবাজার টেকনাফে সরকারী সিদ্ধান্ত মোতাবেক ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)এর সদস্যরা টেকনাফ শামলাপুর বাহাড়ছড়া থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ২১টি পরিবারকে স্থানান্তর করেছে।
কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে ১৫জুলাই সময় ১২ঃ৩০ ঘটিকায় ক্যাম্প-২৩ (শামলাপুর) হতে ২১ টি রোহিঙ্গা পরিবারের ৯৯ জন শরণার্থী শামলাপুর হতে ক্যাম্প-১৯ ও ২০ (Ex), উখিয়া এর উদ্দেশ্যে রওয়ানা হয়। শামলাপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পের অফিসার ও ফোর্স পরিবার গুলোকে এক জায়গায় সমবেত করাসহ সার্বিক নিরাপত্তা প্রদান করে।
এ সংক্রান্তে শামলাপুর এপিবিএন ক্যাম্পের জিডি নং-২২৩, তাং-১৫/০৭/২০২১ খ্রিঃ লিপিবদ্ধ করা হয়েছে।
শামলাপুর থেকে ২১টি রোহিঙ্গা পরিবারকে উখিয়ায় স্থানান্তর
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
