শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কুতুবদিয়ায় ৬৫ দিন নিষেধাজ্ঞা অমান্য করায় ২টি বোট মালিককে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
১৪ জুলাই (বুধবার) দুপুর ২টায় দিকে দরবার ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ মুহাম্মদ নুরের জামান চৌধুরী।
এই সময় নিষেধাজ্ঞা অমান্য করায় ২টি বোটকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান এবং ওই বোটে থেকে জব্দকৃত ৫০ ড্রাম প্রায় ৬শ কেজি বিভিন্ন প্রজাতির মাছ প্রকাশ্যে নিলামে বিক্রি করেন ৫ লাখ ১০ হাজার টাকায়। বিক্রিত টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা করা হয়েছে সরকারি কোষাগারে।
অভিযানে উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আইয়ুব আলী ও কোস্ট গার্ডের সদস্যবৃন্দ।