জাহাঙ্গীর আলম, টেকনাফ:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিনের ৪নং ওয়ার্ডের লাতুরীখোলা গ্রামের ১৪জুলাই সকালে জমি দখলের বিরোধ নিয়ে সাবেক মেম্বার আবুল হাসেম ও জোয়ারীখোলা গ্রামের আনোয়ার মিয়া মধ্যেই রক্ত ক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দেয়।
খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মাহামুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে গিয়ে সংঘর্ষটি পণ্ড করে দেয়। পুলিশের ধাওয়ায় পালিয়ে যাায় দুই পক্ষ।
৪নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার মিয়ার বলেন, দীর্ঘ দিন যাবত উক্ত জোয়ারীখোলা গ্রামের ২একর ৮০শতকের মত চাষের জমি আমি ভোগ দখল করে আসছি।স্থানীয় সাবেক ৪নং ওয়ার্ডের মেম্বার আবুল হাসেম আজকে তার সশস্ত্র দলবল নিয়ে আজ সকালে জমি দখল করতে আসে।তাদের অস্ত্র সস্ত্র ও দা,কিরিচ সহ প্রচুর জনসমাগম দেখে আমি পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।তারা জমিতে গিয়ে ধানের ছাড়া উপড়ে পেলে এবং জমিনের বাধ কেটে দেয় জমি দখলের চেষ্টা করে।
এদিকে আবুল হাসেম মেম্বার বলেন,আনোয়ার মিয়া ২একর ৮০শতক জমি আমাকে বিক্রি করে আমার কাছে কাগজপত্র আছে।তাই আমি আমার জমিনে চাষবাদ করতে গিয়ে ছিলাম।
এদিকে আনোয়ার মিয়ার ছেলে সাদ্দাম হোসেন বলেন, আবুল হাসেম মেম্বার আমার বাবার বিরুদ্ধে হত্যা মামলা সহ ৪/৫টি মামলায় দিয়ে হয়রানী করছে।
এ জমিন সংস্ক্রান্ত বিষয় বিজ্ঞ আদালতে মামলা হয়ছিল সেখান থেকে তিনটি মামলা খারিস হয়।আজ সশস্ত্র দলবল নিয়ে আমাদের দখলীয় জমি দখল করার জন্য তারা আসছিল।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে জমি বেচা কিনার বিষয় একজন স্বাক্ষী বাহাদুর বলেন,আবুল হাসেম মেম্বার কে আনোয়ার মিয়া উক্ত ২একর ৮০ শতক জমি বিক্রি করেছিল।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মাহামুদুল হাসান জানান,হোয়াইক্যং ৪নং ওয়ার্ডে জোয়ারীখোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সাবেক মেম্বার আবুল হাসেম ও আনোয়ার মিয়ার দু’পক্ষের মধ্যেই বড় ধরণের সংঘর্ষ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।