শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় করোনার দ্বিতীয় ধাপের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে ।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে কুতুবদিয়ায় দ্বিতীয় ধাপের করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: নুরের জামান চৌধুরী।

হাসপাতালের তথ্য মতে,দ্বিতীয় ধাপের প্রথম ডোজের জন্য চিনের তৈরী সিনোফার্মার করোনা প্রতিরোধ ভ্যাকসিন ১ হাজার ৪শ ডোজ । এবং প্রথম দিনে ভ্যাকসিন গ্রহন করেছে ৮ জন ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন, সাংবাদিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।