বিশেষ সংবাদদাতা:
উখিয়ার রত্নাপালং-রাজাপালং সংলগ্ন জন বহুল ডাক বাংলো-পাতাবাড়ী সড়কের গয়ালমারা হিজলিয়া খালের উপর পুরাতন ব্রীজের সংস্কারের কাজ শুরু হয়েছে।
জানাগেছে, এলজিইডি এই ব্রীজটি সংস্কারের কাজ শুরু করেছে। এরজন্য রয়েছে সরকারী কোটি কোটি টাকার পর্যাপ্ত বরাদ্দ।
কিন্তু জনবহুল এই সড়কে
বিকল্প চলাচলের জন্য ডাইভার্শন সড়কের কোন ব্যস্থা না করে ঠিকাদর শুধুমাত্র একটি বাঁশের সাঁকো দিয়ে ব্রীজরে দুই পাশ ভেঙে
সংস্কারের কাজ শুরু করায় বেড়েছে জনদুর্ভোগ।
এতে করে জনবহুল এই সড়কে জনচলাচলে হাজার হাজার চলাচলকারীর জনদুর্ভোগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীসহ জরুরী চলাচলেও দেখা দিয়েছে সমস্যা।
অথচ এই সড়ক দিয়ে হাজার হাজার চলাচলকারী ছাড়াও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল হয় এই সরক দিয়ে।
জনগণের দাবী অন্তত রিক্সা-অটোরিক্সা ও সিএনজি চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করা দরকার।
মঙ্গলবার দুপুরে শত শত চলাচলকারী ব্রীজের স্থলে প্রতিবাদ সমাবেশ করে।
এপ্রসঙ্গ এলজিইডি কক্সবাজার জেলা নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান বলেন, এই ব্রীজের জন্য যথেষ্ঠ সরকারী বরাদ্দ রয়েছে। ঠিকাদার ডাইভার্শন ছাড়া কাজ করবে কেমনে। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।