শাহী কামরানঃ যুক্তরাষ্ট্রে অবস্থানরত কক্সবাজারের এক ঝাঁক নবীন, প্রবীণ ও তরুণদের সংগঠন “কক্সবাজার ইয়াং ফোরাম ইউএসএ” এর বার্ষিক পূণর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে। আগামী ২৫ জুলাই ,রবিবার আমেরিকার “জর্জ আইল্যান্ড” নামক পর্যটন স্পটে উক্ত পূণর্মিলনী অনুষ্ঠিত হবে। প্রতি বছর ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে আমেরিকাস্থ কক্সবাজারের প্রবাসীদের একটি সুন্দর মিলন মেলা ঘটে।

আমেরিকা প্রবাসী মোহাম্মদ মিছবাহ উদ্দীন জানান, প্রতি বছর কক্সবাজারের সন্তানদের নিয়ে গঠিত “কক্সবাজার ইয়াং ফোরাম ইউএসএ” এর ব্যানারে পূণর্মিলনী অনুষ্ঠিত হয়ে থাকে। যা এক খন্ড কক্সবাজারে পরিণত হয়। প্রতি বছর যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধুদের নিয়ে একটি আনন্দ উৎসব মূখর দিন উৎযাপন করি আমরা। খাওয়া দাওয়া,নাচ গান,গল্পে মেতে উঠে সকলে। তারই ধারাবাহিকতায় আগামী ২৫ই জুলাই ২০২১ সনের পূণর্মিলনীর সময়, দিন ও স্থান নির্ধারণ করা হয়েছে। আমরা কক্সবাজারবাসীর কাছে দোয়া প্রত্যাশী ,যেন আজীবন এভাবে একতাবদ্ধ হয়ে সুদূর আমেরিকা প্রবাসে সুখে শান্তিতে থাকতে পারি