বিশেষ সংবাদদাতা:
কক্সবাজারের সাবেক পার্লামেন্ট সদস্য, প্রখ্যাত আইনজীবী, ইসলামি ব্যক্তিত্ব ও জমিদার মরহুম এড. ফিরোজ আহমদ চৌধুরীর নাতি আহমদ সাদ চৌধুরী আমেরিকার নিউইয়র্ক সিটির প্রথম শ্রেণীর উচ্চ বিদ্যালয় ‘স্টুয়েভাসেন্ট হাই স্কুল’ থেকে অ্যাডভান্সড রিজেন্টস ডিপ্লোমাসহ চমৎকার ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছে।

এতে করে সাদ আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে (এনওয়াইইউ)
ভর্তির সুযোগ লাভ করেছে।
সাদ কম্পিউটার সায়েন্সে পূর্ণ স্কলারশিপ নিয়ে এনওয়াইউ ট্যান্ডন স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ে যোগ দেবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আহমদ সাদ চৌধুরী কক্সবাজারের প্রাক্তন সংসদ সদস্য এবং প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী, ইসলামিক স্কলার ও কক্সবাজারের অন্যতম জমিদার এড. ফিরোজ আহমদ চৌধুরীর নাতী।
এছাড়াও সাদ বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মরহুম এড. ফিরোজ আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র, ‘এড. ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান’ আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরীর কনিষ্ঠ পুত্র।

সাদের এই ফলাফলে সাদের পিতা-মাতা অত্যন্ত খুশি। তারা সাদের উজ্বল ভবিষ্যতের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন। পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও দেশবাসীর কাছে সাদের উত্তর উত্তর সফলতার জন্য দোয়া কামনা করেছেন, আহমদ সাদ চৌধুরীর পিতা- আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী ও মাতা- শাহরিন ফাতিমা (মাসুমা)।