সংবাদ বিজ্ঞপ্তি:
বড় ভাইয়ের জন্য দোকানে রাতের খাবার পৌঁছাতে গিয়ে গত ১৪ দিনেও ঘরে ফেরেনি ৬ষ্ট শ্রেণীর ছাত্র নুরুল আমিন (১৫)।
সে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের হায়দার পাড়ার নুরুল হুদার ছেলে। নুরুল আমিন স্থানীয় নোমানিয়া মাদরাসায় ৬ষ্ট শ্রেণীতে পড়ে।
দীর্ঘদিন পরও ছেলে ঘরে না ফেরায় ১১ জুলাই সদর মডেল থানায় একটি ডায়েরি করেছেন তার পিত নুরুল হুদা।
ডায়েরি সূত্রে জানা যায়, গত ২৮ জুন প্রতিদিনের মতো সন্ধ্যায় বড় ভাইয়ের জন্য রাতের খাবার নিয়ে ঘর থেকে বের হয় নুরুল আমিন। বাহারছড়া জইল্যার দোকান এলাকায় তার বড় ভাই হেলাল উদ্দিন মুদির দোকানে তার জন্য অপেক্ষা করলেও সে খাবার নিয়ে যায়নি। এরপর থেকে তাঁকে খোজাখুজি শুরু হলে ১৪ দিনেও তার সন্ধান মেলেনি।
নিখোঁজ নুরুল আমিনের গায়ের রং ফর্সা, চেহেরা গোলাকার। তার পরনে ছিলো আকাশি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। হালকা পাতলা গঠন নিয়ে তার শরীরের উচ্চতা পাঁচ ফুট।
কোনো হৃদয়বান ব্যক্তি তাকে পেয়ে থাকলে এই নাম্বারে (০১৮১৩১৮১৯২০, ০১৮১৭২৪২৩৮৬) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।