জে.জাহেদ, চট্টগ্রাম:
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ১৭৪ নমুনা পরীক্ষায় ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫২৭ জন নগরের এবং ২৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
একইসময়ে মারা গেছেন ৯ করোনা রোগী। এরমধ্যে ৩ জন নগরের এবং ৬ জন উপজেলার বাসিন্দা।একদিনে এত বেশি করোনা শনাক্তের খবর আগে জানা যায়নি।
চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৭৮০ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৬৫ হাজার ৮২৯টি করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (১২ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০ নমুনা পরীক্ষায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিআইটিআইডি ল্যাবে ২৯১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৫৭ জনের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ৩২৪ নমুনা। এতে করোনা শনাক্ত হয় ১২৩ জনের।
এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৯ নমুনা পরীক্ষায় ৬৬ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৭ নমুনা পরীক্ষায় ৪ জন, অ্যান্টিজেন টেস্টে ৬৬৩ নমুনা পরীক্ষায় ২২৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১৭ নমুনা পরীক্ষায় ১০১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৩ নমুনা পরীক্ষায় ২৩ জন, আরটিআরএল ল্যাবে ৩৭ নমুনা পরীক্ষায় ২২ জন, মেডিকেল সেন্টার ল্যাবে ২২ নমুনা পরীক্ষায় ১২ জন এবং এপিক হেলথ কেয়ারে ১৪১ নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়।
সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ৮ জন, বাঁশখালীর ১১ জন, আনোয়ারার ২৩ জন, চন্দনাইশের ১২ জন, পটিয়ার ১৭ জন, বোয়ালখালীর ২৭ জন, রাঙ্গুনিয়ার ২৭ জন, রাউজানের ৩৫ জন, ফটিকছড়ির ৬ জন, হাটহাজারীর ৫৭ জন, সীতাকুণ্ডের ১৪ জন, মিরসরাইয়ের ৩৮ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৬ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে এখন লকডাউন চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।