এম. এ আজিজ রাসেল :
চলমান লকডাউনে স্থবির হয়ে পড়েছে সবকিছু। এতে কর্মহীন হয়ে কষ্টে দিনাতিপাত করছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এই দুর্দিনে এসব মানুষের পাশে দাড়িয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। গত ৮ দিনে জেলায় ১৬ হাজার কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যতোদিন বিধিনিষেধ আরোপ থাকবে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।

তিনি বলেন, প্রতিদিন জেলাব্যাপী আড়াই হাজার কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। তারমধ্যে রয়েছে পরিবহন শ্রমিক, টমটম চালক, বাক—প্রতিবন্ধি, সেলুন কর্মচারি, সিএনজি চালক, দিনমজুর, রিকশাচালক, মুচি ও ভাসমান হত—দরিদ্র মানুষ। পর্যায়ক্রমে কর্মহীন সবশ্রেণীর মানুষ প্রধানমন্ত্রীর এই উপহার পাবে।

রবিবার বিকালে লাবনী পয়েন্টে ক্ষুদ্র হকার, বাহারছড়া গোলচত্বর মাঠে নির্মাণ শ্রমিক, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সিএনজি চালক, শহীদ মিনার চত্বরে ইলেক্ট্রেশয়ান ও অগ্গমেধা বৌদ্ধ বিহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় জেলা ত্রাণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, চলমান কঠোর লকডাউনে নানান শ্রেণী পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই এসব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন মানুষের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ করা হবে। জেলার অন্যান্য উপজেলায়ও এই কার্যক্রম চলছে। এছাড়া কারও ঘরে যদি খাবার না থাকে হটলাইন ৩৩৩ নাম্বারে কল দিলে স্বেচ্ছাসেবকরা খাবার পৌঁছে দেবে।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহসভাপতি আসিফুল মাওলাসহ সংশ্লিষ্টরা।