মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের দূর্গম পাহাড়ের পাড়ায় পাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এতে ১ দিনের মাথায় মারা গেছে এক মহিলা ৪ সন্তানের জননী। তার নাম কাইপ্রু মুরুং (৪৭) স্বামী বাবু মুরুং। বৃহস্পতিবার বিকেলে সে মারা যায় । তার বাড়ি আমঝিরি মূখ পাড়া। শুক্রবার (৯ জুলাই) সকালে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন। তারা হলেন,চং ওয়াই মুরুং(৫০) রুই অং মুরুং,(১০ মাস)মংহ্লা মুরুং(৫),কাইফু মুরুং,(৪৭) চিনাংকু মৃুরুং(২৭),,রো রোং(৯) মুরুং,নবাউ মুরুং, (৪৮)শংলিং মুরুং(৩০) ,চেং ওয়াই মুরুং(৪৬),কংডুই মুরুং(৩৫),রেংজং মুরুুং,(১১)লিংপ্রাং মুরুং(৯) ও তুংপ্রেমিং (৩০) মিনশু মুরুং(৭) তাদের বাড়িও দোছড়ি ইউনিয়নের কুরিকং আম ঝিরির মুখ এলাকার ওই গ্রামে।
নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফুর রহমান বলেন,সে আমঝিরির মূখ নামের সব বাসিন্দা বর্তমানে উপজাতি নারী, শিশুসহ ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আশপাশের অনেক গ্রামে নাকি ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে। তারাও হাসপাতালে চলে আশার কথা রয়েছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ির স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ জেড এম সেলিম উদ্দিন জানান ডায়রিয়া রোগী দ্রুত চিকিৎসা পেলে ভাল হয়ে যায়। হাসপাতালে ১৪ জন উপজাতী ডায়েরির রোগী ভর্তি আছেন তাদের অবস্থা এখন মোটামুটি ভালর দিকে।