শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় করোনা ভাইরাসের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে।

বুধবার (৭ জুলাই) র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ১ম দিনে দুজনের নমুনা সংগ্রহের পর তা পরিক্ষা করলে একজনের রিপোর্ট পজিটিভ আসে।

পজিটিভ রোগী মাষ্টার আবুল কাসেম (৮৫) কৈয়ারবিল ইউনিয়নের বিন্দা পাড়ার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. মামুনুর ইসলাম মামুন বলেন, র‍্যাপিড অ্যান্টিজেন প্রাথমিক টেস্টের জন্য ১৫০টি কিট এসেছে। এ পদ্ধতি মাধ্যমে নমুনা সংগ্রহের ৫ মিনিটের মধ্যে পাওয়া যাবে ফলাফল। প্রতিদিন এ কার্যক্রম চলবে এবং সবার সুবিধার্থে এ টেস্টের ব্যবস্থা করা হয়েছে।