মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন বান্দরবান জেলায়  টানা ৭ম বারের মত সেরা অফিসার ইনচার্জ হিসাবে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন। গত জুন মাসে প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কর্ম বিবেচনায় ফের সম্মাননা স্মারকে ভূষিত হলেন তিনি ।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি থানার চৌকস এ পুলিশ কর্মকর্তাকে আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে টানা ৭ম বারের মত মনোনীত করা হয়। কল্যাণ সভা শেষে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম এর হাত থেকে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। সম্প্রতি তিনি এ থানায় যোগদানের পর হইতে একের পর এক বিশেষ অভিযানে মরণ নেশা ইয়াবা, স্বর্ণের বার, চোলাই মদ উদ্ধার ও সন্ত্রাসী কর্মকান্ডসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফলতা অর্জনের জন্য এ পুরষ্কারে ভূষিত হন।

এছাড়াও বিভিন্ন সফল উদ্ধার অভিযানে পুরো উপজেলার সর্ব মহলে তিনি প্রশংসিত হন।