ইমাম খাইর, সিবিএনঃ
জলদস্যু ও ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ করিয়ে সারাদেশে আলোচিত সাংবাদিক এম এম আকরাম হোসাইনসহ পরিবারের ৫ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।
তিনি ছাড়াও আক্রান্তদের মধ্যে রয়েছেন পিতা, মাতা, স্ত্রী ও ভাবি।
সোমবার (৫ জুলাই) আকরাম হোসাইনের করোনা পজেটিভ আসে।
এর আগে আক্রান্ত হয়েছিলেন তার পিতা মো. আমিন সিকদার। পরে মা, ভাবি ও স্ত্রী আক্রান্ত হন।
সাংবাদিক এম এম আকরাম হোসাইন বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
কাশি ও জ্বরের পাশাপাশি তার প্রচন্ড পরিমাণ শারীরিক দুর্বলতা রয়েছে।
সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন আকরাম হোসাইন।