আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন সড়কের ওপর নির্মিত বৈঠকখানাটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুরে সরেজমিন পরিদর্শন শেষে এ নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। এ সময় স্থানীয় বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান,সম্প্রতি উপজেলার বখতিয়ারপাড়া বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন বখতিয়ার সড়কের টার্নিং পয়েন্টে একটি বৈঠকখানা নির্মাণ করে স্থানীয় আবদুর রহিম নামে এক ব্যক্তি। এতে করে ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান স্থানীয়রা। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বৈঠকখানাটি দুয়েকদিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ বলেন,উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে বৈঠকখানাটি দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলার জন্য নির্মাতাদের অনুরোধ করা হয়েছে।