জাহেদ হাসান:
দেশে চলমান করোনা দূর্যোগে বসে নেই কাঠ চোরাকারবারিরা। রাতের আঁধারে তারা সরকারি বনের কাঠ কেটে পাচার করছে দেশের বিভিন্ন স্থানে। অবৈধ কাঠ চোরাকারবারিদের ধরতে লকডাউনেও বসে নেই বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সার্বিক নির্দেশনায় ও উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের সহযোগীতায় থাইংখালী বন বিট কর্মকর্তা রাকিব হোসাইন বিট কর্মচারীদের সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ কাঠ পাচার বন্ধে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করেছে।

রবিবার (৪ জুলাই)বিকাল ৫ টার সময় উখিয়া রেঞ্জের থাইংখালী বন বিট এলাকার হাকিম পাড়া এলাকা থেকে পাচারকালে ২০ ফুট অবৈধ কাঠ জব্দ করেন বন বিভাগ ।

থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসাইন জানান, রবিবার বিকাল ৫ টার দিকে থাইংখালী বিটের হাকিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে কাঠ জব্দ করেছে এবং বর্তমানে আটককৃত কাঠ বন বিট অফিস হেফাজতে রয়েছে। তিনি আরো বলেন, জীবন বাঁচাতে আমরা যে উপাদান গুলোর সাহায্য ছাড়া ২ মিনিট বেঁচে থাকতে পারিনা সেই উপাদান সরবরাহ কারী গাছকে বন খেকোরা নির্বিচারে নিধন করছে।পরবর্তী প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দিতে চাইলে বন বাঁচাতে এগিয়ে আসতে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।