সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান চার্টার্ড লায়ন্স ক্লাব অব কক্সবাজার এর ২০২১-২০২২ লায়ন্স বর্ষের প্রথম বোর্ড অফ ডিরেক্টরস মিটিং সম্পন্ন হয়েছে গত ২রা জুলাই, ২০২১ শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা কাশেম প্লাজার কনফারেন্স রুমে বোর্ড অফ ডিরেক্টরস এর ৯০% লায়ন্স সদস্যের উপস্থিতিতে এই সফল আয়োজন সম্পন্ন হয়েছে।

চার্টার প্রেসিডেন্ট লায়ন আকবর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে মিটিং সঞ্চালনা করেন ২০২১-২০২২ বর্ষের নির্বাচনে নির্বাচিত ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ সরওয়ার রোমন।

উক্ত মিটিংয়ে বোর্ড অফ ডিরেক্টরস সবাইকে বরণ করে নেওয়া হয়। এছাড়া ২০২১-২০২২ লায়ন্স বর্ষের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ২০২০-২০২১ লায়ন্স বর্ষের ক্লাব ট্রেজারার লায়ন সাইফুল আলম চৌধুরী ২০২১-২০২২ লায়ন্স বর্ষের ক্লাব ট্রেজারার লায়ন হুমায়ুন কবির এর নিকট ক্লাবের ফিনান্সিয়াল রিপোর্ট হস্তান্তর করেছেন।

এছাড়া নতুন সদস্য সংগ্রহ এবং পুরানো সদস্যদের সদস্যপদ নবায়ন, ক্লাবের প্রথম ইনস্টলেশন ও গালা প্রোগ্রাম, সদস্যদের ইন্টারন্যাশনাল সদস্যপদ সার্টিফিকেট প্রদান নিয়ে সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও ক্লাবের সদস্যদের জন্য একটি আচরণবিধি তৈরি এবং ক্লাবের শৃঙ্খলা ভঙ্গ কারীদের বিরুদ্ধে ক্লাবের কনস্টিটিউশন অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করা হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি সাব কমিটি করা হয়েছে।

চেয়ারপার্সনঃ লায়ন বশিরুসসামাদ সুজন চৌধুরী
কো চেয়ারপার্সনঃ লায়ন শওকত ওসমান ফারুক
মেম্বার সেক্রেটারিঃ লায়ন হাসান মাহমুদ চৌধুরী
মেম্বারঃ লায়ন মোহাম্মদ আলী, লায়ন শেখ শহীদুল ইসলাম সবুজ।

লায়ন্স ক্লাব কক্সবাজারকে এগিয়ে নিতে সবাই বদ্ধপরিকর। নবগঠিত এই ক্লাবটির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ক্লাবের সম্মানিত ফাউন্ডার; লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ এবং গাইডিং লায়ন্সবৃন্দ, লায়ন মোঃ রবিউল ইসলাম রাজু পিএমজেএফ এবং লায়ন এ কে এম শফিকুল ইসলাম এমজেএফ এর দিকনির্দেশনায় লায়ন্স ক্লাব অব কক্সবাজার কাজ করবে।

২০২১-২০২২ বর্ষের লায়ন্স ক্লাবের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন বশিরুসসামাদ সুজন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি লায়ন সাইফুল আলম চৌধুরী, ট্রেজারার লায়ন হুমায়ুন কবির, জয়েন্ট ট্রেজারার হাসান মাহমুদ চৌধুরী, এল সি আই এফ কো-অর্ডিনেটর লায়ন শফিউল্লাহ শফি, চেয়ারপার্সন-ক্লীন সিটি,গ্রীন বীচঃ লায়ন শওকত ওসমান ফারুক, ডিরেক্টর-উইমেন লিডারশীপ ডেভেলপমেন্ট লায়ন সামিরা আকবর চৌধুরী, ডিরেক্টর-আই ক্যাম্প লায়ন মাসুদ ইব্রাহীম, ডিরেক্টর-ক্লাব সার্ভিস মোহাম্মদ আলী, ডিরেক্টর-মিডিয়া এন্ড পাবলিকেশন লায়ন আব্দুল করিম, ডিরেক্টর-ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন শেখ শহীদুল ইসলাম সবুজ।উক্ত বিওডি মিটিংয়ে অনলাইনে সম্পৃক্ত ছিলেন ডিরেক্টর-ডায়াবেটিস এওয়ারনেস লায়ন মোস্তফা কামাল সবুজ।

সর্বশেষে ক্লাবের ২০২১-২০২২ বর্ষে সকল নতুন বোর্ড অফ ডিরেক্টরস বৃন্ধকে সম্মাননা স্মারক ও টোকেন অফ লাভ উপহার প্রদান এর মাধ্যমে লায়ন্স ক্লাব কক্সবাজার এর ২০২১-২০২২ লায়ন্স বর্ষের প্রথম বোর্ড অফ ডিরেক্টরস মিটিং মুলতবি করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব আকবর আহমেদ চৌধুরী।