এম আর মিল্টন,  টাঙ্গাইল :  টাঙ্গাইলের কালিহাতীতে মাছবাহী পিকআপ ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া নামক স্থানে এই দুর্ঘনাটি ঘটে। হতাহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি তদন্ত সাহিদুল ইসলাম জানান- ঢাকা থেকে ছেড়ে আসা রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল । পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি মহাসড়কের হাতিয়া নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ও অ্যাম্বুলেন্সে থাকা আহত নারীসহ সাত জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্সে থাকা এক নারীসহ দুইজনকে মৃত ঘোষণা করেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি ) শফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।