বলরাম দাশ অনুপম, কক্সবাজার:
করোনা সংক্রমণ রোধে চলমান এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ (লকডাউন) বাস্তবায়নে মাঠে রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার পর্যটন নগরী কক্সবাজার ছিল প্রায় ফাঁকা। রিক্সা আর পণ্যবাহি যানবাহন ছাড়া চলাচল করেনি কোন যানবাহন। পাশাপাশি প্রথম দিনের তুলনায় সাধারণ মানুষকে বাহির হতে কম দেখা গেছে।
লকডাউন বাস্তবায়নে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোদ মাঠে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানসহ জেলা এবং পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। তাছাড়া পুলিশের পাশাপাশি লকডাউনে মাঠে টহলে ছিল সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।
এদিকে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত কর্তৃক জেলায় মোট ৩০টি অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া সুলতানা জানান, এসব অভিযানে মোট মামলা করা হয়েছে ২১৪টি। এসব মামলায় মোট দন্ডিত ২১৮ জনের কাছ থেকে ১ লক্ষ ৫৬ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে কাউকে কারাদন্ড দেয়া হয়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।