আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
করোনা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার ২২ জনকে ১৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে এ দুই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা,মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের দায়ে আনোয়ারায় ১০টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা অর্থদÐ করা হয়। অপরদিকে কর্ণফুলীতে বিধিনিষেধ অমান্য করে মোটরসাইকেল চলাচল ও স্বাস্থ্যবিধি না মেনে বাইরে অবস্থান করায় ১২টি মামলায় দশ হাজার ৮০০ টাকা অর্থদÐ দেওয়া হয়। এছাড়া উপজেলার চরলক্ষ্যা এলাকার খাজা আজমিরী এন্টারপ্রাইজ ও খোয়াজনগরের টপ কালেকশন নামে দুইটি দোকান সিলগালা করা হয়।
আনোয়ারা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী ও কর্ণফুলী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুকান্ত সাহা পৃথকভাবে দুই উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আগামী দিনগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।