মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সরকারী কলেজের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, জেলার বিশিস্ট হোমিওপ্যাথ বিশেষজ্ঞ চিকিৎসক, চকরিয়ার খুটাখালীর মাইজপাড়া নিবাসি অধ্যাপক মোহাম্মদ নাজের (৭৫) আর নেই। শুক্রবার ২ জুলাই সকাল ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকার উত্তরায় তাঁর কনিষ্ঠ পুত্র তানজিম মোহাম্মদ তুমুল’র বাসাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমের নিকটাত্মীয়, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আ.জ.ম মঈন উদ্দিন সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মোহাম্মদ নাজের দীর্ঘদিন ধরে অসুস্থ থেকে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। তিনি খুটাখালী মাইজপাড়ার মরহুম ফজল করিমের পুত্র। কক্সবাজার শহরের পুরাতন পানবাজার রোডস্থ আলহাজ্ব মোহাম্মদ হাশেম এর জামাতা। অধ্যাপক মোহাম্মদ নাজের ২০০৪ সালে সরকারি চাকুরী হতে অবসর নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা সন্তান, অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে যান।

সিনিয়র আইনজীবী এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন আরো জানান, অধ্যাপক মোহাম্মদ নাজের এর মৃতদেহ খুটাখালীর মাইজপাড়ায় আনা হবে এবং সেখানে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।