মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এক জন ১৬৭৪টি ইয়াবা এবং উপজেলার ধুংরী হেডম্যান পাড়া থেকে ১৯৫টি ইয়াবাসহ ২ জন আটক হয়।
আটককৃতরা হলেন- আবুল কালাম (২৩), আব্দুর রহিম (২৫) এবং রবিউল হোসেন (২৫)।
থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এ সংবাদ জানিয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় তিন জনের বিরুদ্ধে ২ টি মামলা হয়েছে।
আলমগীর হোসেন জানান, নাইক্ষ্যংছড়িকে মাদক মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। অভিযান চলমান থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।