জাহাঙ্গীর আলম শাসম্:
কক্সবাজার সদরের বৃহত্তর ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মৌলানা মোখতার আহম্মদের ছোট ভাই খরুলিয়ার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মৌলভী বখতিয়ার আহাম্মেদ মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ১০টায়ট কক্সবাজার জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তার সেজ ছেলে দিদারুল ইসলাম পিয়ারু মৃত্যু খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর হয়েছিল ৮৩ বৎসর। রেখেছেন দুই স্ত্রী ৯ ছেলে ৭ মেয়ে ।
মৌলভী বখতিয়ার আহাম্মেদ খরুলিয়ার একজন সমাজ সেকবক ছাড়া ও ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তাঁর মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমেছে।
নামাজে জানাযা আগামীকাল শুক্রবার বাদে জুমা (২:৩০ মিনিটে) খরুলিয়া তালিমুল কোরান দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।