মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
কঠোর লকডাউনে বিধিনিষেধ না মানা, মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, অবৈধভাবে দোকানপাট খোলা রাখা, ২টি ঘরকে হোটেল বানিয়ে খাবার বিক্রি, এক ইউপি সদস্য দোকানে বসে গল্প করা, ও মাস্ক পরিধান না করায় সাতকানিয়ার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ৪৫টি মামলায় ১ লাখ ৩ হাজার ৪শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সেনাবাহিনী ও পুলিশ ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন, জরিমানা আদায়ের পাশাপাশি জনগনকে সচেতন করতে মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে। দোকানদাররা নিয়ম মানছে না। দোকানের ভিতর ভিড় করে খাবার বিক্রি করছে। মানুষকে সচেতন করতে চেষ্টা চালাচ্ছি।