খালেদ হোসেন টাপু, রামু
করোনার সংক্রমণ রোধকল্পে সারা দেশের ন্যায় রামুতে লকডাউন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
মাঠ পর্যায়ে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে রামু উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনব্যাপী রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে রামু প্রাণকেন্দ্র চৌমুহনী স্টেশন ও প্রধান সড়ক সমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সরওয়ার উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসাইনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সরেজমিন ও খোঁজ নিয়ে জানা গেছে বৃহস্পতিবার ১ জুলাই অন্যান্য দিনের তুলনায় রামুর প্রধান সড়কের চিত্র ছিল ভিন্ন। রামুর চাকমারকুল এবং রশিদ নগর প্রবেশদ্বারে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও রামু চৌমুহনী স্টেশন, রামু বাইপাস, চেরাং ঘাটা, তেমুহনী স্টেশনসহ রামু নাইক্ষ্যংছড়ি সড়ক, রামু পুরাতন মরিচ্যা আরকান সড়ক সহ বিভিন্ন অলিগলি সড়কসমূহ সেনাবাহিনী, বিজিবি-পুলিশ,আনসার সদস্য, গ্রাম পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষ ও গাড়ি আটকে দিচ্ছে । সারাদিন রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল। জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করছে। রাস্তায় মানুষের চলাচল সীমিত রয়েছে। অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হলেই তাকে ফেরত পাঠানো হচ্ছে।
রামু উপজেলা নির্বাহি অফিসার প্রণয় চাকমা জানান, সাতদিনের লকডাউন বাস্তবায়নে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনের লকডাউন কার্যকরে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, যদি কেউ লকডাউন অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, রামু হাসপাতাল গেইট, চা বাগান বাজার, জোয়ারিয়ানালা, রশিদনগর স্টেশন, ঈদগাঁও স্টেশনে বিধি নিষেধ অমান্য করায় চায়ের দোকানদারসহ ১০ জন ব্যবসায়ী কে পৃথক পৃথকভাবে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রামুতে মোড়ে মোড়ে অবস্থান, জরিমানা আদায়
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।