শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দ্বীপের সড়কগুলোতে অন্যদিনের তুলনায় লোকজন কম দেখা যায়।

তবে, ঔষুধ, কাঁচাবাজার ও মুদির দোকান ছাড়া বাকিগুলো বন্ধ আছে। বৃহস্পতিবার সকাল থেকে দ্বীপের প্রবেশমুখে বড়ঘোপ ও দরবার জেটি ঘাট, বড়ঘোপ বাজার, ধূরুং বাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা দিয়েছে পুলিশের তৎপরতা।

যানবাহন কমে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। লকডাউন সফল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: নুরের জামান চৌধূরীর নেতৃত্বে পুলিশ ও নৌবাহিনী সদস্যগণের টহল জোরদার রয়েছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। এ সময় চোখে পড়া কিছু সংখ্যক খোলা দোকান ও চলাচলরত অটো রিক্সাকে গুণতে হয়েছে জরিমানা। লকডাউন চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা নেই বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার।